Daily Amar Desh Daily Amar Desh | শিক্ষা

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

প্রকাশিত হয়েছে: ২১ ডিসেম্বর, ২০২৫ ০২:৫৪ অপরাহ্ণ
ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর
প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।



রোববার (২১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।





বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের যেসব পরীক্ষার্থী ঢাকার বাইরের কেন্দ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছে এবং যাদের ২৬ ও ২৭ ডিসেম্বর ঢাকায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে, তাদের জন্য পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের সুযোগ দেওয়া হবে।



এক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা ২১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ২৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট admission.eis.du.ac.bd-এ অনলাইনের মাধ্যমে ঢাকায় পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের আবেদন করতে পারবে।



তবে কেন্দ্র পরিবর্তনের জন্য আবেদনকালে পরীক্ষার্থীদের অবশ্যই এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের কপি অনলাইনে আপলোড করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।