Daily Amar Desh Daily Amar Desh | বিশ্ব

ভেনেজুয়েলার আরো একটি তেল ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত হয়েছে: ২১ ডিসেম্বর, ২০২৫ ০৯:৪৩ পূর্বাহ্ণ
ভেনেজুয়েলার আরো একটি তেল ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র
আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলার উপকূল থেকে আরো তেল ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম শনিবার সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে ট্যাঙ্কার জব্দের কথা নিশ্চিত করেছেন। মার্কিন কোস্টগার্ড পেন্টাগনের সহায়তায় এটি আটক করে। খবর আল জাজিরার।

এক্সে দেয়া পোস্টে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, ‘এই অঞ্চলে মাদক সন্ত্রাসবাদের অর্থায়নে ব্যবহৃত নিষিদ্ধ তেলের অবৈধ চলাচলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান অব্যাহত থাকবে।’

গতকাল শনিবার ভোরের দিকে ট্যাংকারটি জব্দ করে মার্কিন কোস্টগার্ড ও নৌবাহিনী। এই নিয়ে ভেনেজুয়েলার দ্বিতীয় ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। এর আগে ১০ ডিসেম্বর প্রথম জাহাজটি জব্দ করা হয়েছিল।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় প্রবেশ বা দেশটি থেকে ছেড়ে আসা-এমন নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী ট্যাংকারের ওপর ‘সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধ’ ঘোষণা করেছেন।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলা। দেশটি এই পদক্ষেপকে ‘গুরুতর আন্তর্জাতিক জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়েছে। শনিবার এক বিবৃতিতে ভেনেজুয়েলা সরকার জানায়, তেল পরিবহনকারী ওই জাহাজ জব্দ করার ঘটনায় তারা যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ প্রত্যাখ্যান করছে।

আরএ