Daily Amar Desh Daily Amar Desh | বিশ্ব

গাজায় ধ্বংসস্তুপ থেকে ৯৪ ফিলিস্তিনির লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ২১ ডিসেম্বর, ২০২৫ ০৯:২৮ পূর্বাহ্ণ
গাজায় ধ্বংসস্তুপ থেকে ৯৪ ফিলিস্তিনির লাশ উদ্ধার
আমার দেশ অনলাইন

গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ থেকে ৯৪ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর। বিবৃতিতে বলা হয়, গাজা সিটি থেকে লাশগুলো উদ্ধার করে ফরেনসিক পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ফরেনসিক পরীক্ষা শেষে লাশগুলো দেইর আল বালাহতে দাফন করা হবে।

২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে হাজার হাজার ফিলিস্তিনি গাজায় ধ্বংসপ্রাপ্ত ভবনের নীচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

গাজার সিভিল ডিফেন্স জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় তারা ইতোমধ্যে বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে সমাহিত হাজারও লাশ গাজার বিভিন্ন কবরস্থানে স্থানান্তর করতে সক্ষম হয়েছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন এক লাখ ৭১ গাজারের বেশি মানুষ। ১০ অক্টোবর থেকে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল।

আরএ