Daily Amar Desh Daily Amar Desh | খেলা

২০০ টাকায় মিলবে বিপিএলের টিকিট

প্রকাশিত হয়েছে: ২১ ডিসেম্বর, ২০২৫ ০৮:০০ পূর্বাহ্ণ
২০০ টাকায় মিলবে বিপিএলের টিকিট
স্পোর্টস রিপোর্টার

আজ থেকে অনলাইনে বিক্রি শুরু হচ্ছে বিপিএলের দ্বাদশ আসরের টিকিট। ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের সিলেট পর্বের টিকিট মিলবে বিকাল ৪টা থেকে। সর্বনিম্ন ২০০ টাকায় উপভোগ করা যাবে বিপিএলের চার-ছক্কার রোমাঞ্চ। আর টিকিটের সর্বোচ্চ দাম ধরা হয়েছে দুই হাজার টাকা।



এবারের বিপিএলের টিকিট পাওয়া যাবে কেবল অনলাইনে। সশরীরে হাজির হয়ে বুথ থেকে কোনো টিকিট কেনার ব্যবস্থা রাখেনি বিসিবি। টিকিট মিলবে www.gobcbticket.com.bd ওয়েবসাইটে।



সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল এরিয়ার টিকিটের দাম ধরা হয়েছে ২০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের মূল্য ২৫০ টাকা। ক্লাব হাউস (আপার) ৫০০ এবং ক্লাব হাউস (জিরো ওয়েস্ট জোন) টিকিটের মূল্য ৬০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পেতে হলে খরচ করতে হবে দুই হাজার টাকা।