Daily Ittefaq Daily Ittefaq | ক্যাম্পাস

জাবিতে কমেছে ভর্তি পরীক্ষায় আবেদন

প্রকাশিত হয়েছে: ২১ ডিসেম্বর, ২০২৫ ০৭:০০ পূর্বাহ্ণ
জাবিতে কমেছে ভর্তি পরীক্ষায় আবেদন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামীকাল (রোববার) ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) পরীক্ষা দিয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।

গত শিক্ষাবর্ষে ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে ২ লাখ ৬২ হাজার ৪৫০ জন আবেদন করেছিলেন। এবার ২৮টি আসন বাড়লেও সাত ইউনিটে ১ হাজার ৮৪২ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ১৯ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী। এতে দেখা যায়, আসন সংখ্যা বাড়লেও গতবারের তুলনায় ৪৩ হাজার ৫১ জন কম আবেদন করেছে এবার।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘ডি’ ইউনিটে অন্তর্ভুক্ত জীববিজ্ঞান অনুষদে সবচেয়ে বেশি, ৩১০ আসনের বিপরীতে ৭০ হাজার ২২০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। শুধুমাত্র ‘ডি’ আসন প্রতি লড়বেন ২২৬ জন। 

এছাড়া ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) আবেদন করেছেন ৬০ হাজার ৩৫১ জন ভর্তিচ্ছু। ‘এ’ ইউনিটে মোট আসন সংখ্যা ৪২৬ টি। প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় বসবেন প্রায় ১৪১ জন শিক্ষার্থী। 

‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ) ৩২৬ আসনের বিপরীতে আবেদন পড়েছে ২০ হাজার ৫৮৩টি। এই ইউনিটে আসন নিশ্চিত করতে গড়ে ৬৩ জনকে পেছনে ফেলতে হবে ভর্তিচ্ছুদের।

‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ৪৬৬ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪৭ হাজার ৪৯৭টি। এই ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন ১০১ জন শিক্ষার্থী।

‘ই’ ইউনিটের অন্তর্ভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের মোট ২০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ১১ হাজার ৬১২ জন শিক্ষার্থী। আসন প্রতি পরীক্ষায় বসবেন ৫৮ জন। 

এছাড়া ‘আইবিএ-জেইউ’ তে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৫০ আসনের জন্য আবেদন পড়েছে ৫ হাজার ৪১১টি। আসন প্রতি প্রায় ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন।

এছাড়া নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা নিয়ে স্বতন্ত্র ‘সি১’ ইউনিটে সবচেয়ে কম আবেদন পড়েছে। এ আসনে মোট ৬৪ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩ হাজার ৭২৫ জন শিক্ষার্থী। এতে আসন প্রতি প্রায় ৫৮ জন ভর্তিচ্ছু পরীক্ষায় বসবেন। 

এছাড়াও নিরাপত্তা অফিস সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় সার্বিক নিরাপত্তার জন্য প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে সভাপতি করে ৪৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ২৫০ জন পুলিশ, ৬০ জন আনসার, ট্রাফিক পুলিশ এবং গোয়েন্দা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। যে কোনো ধরনের জরুরি চিকিৎসা ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিম মোতায়েন থাকবে।