Daily Amar Desh Daily Amar Desh | সারা দেশ

বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিল, সম্পাদক জসিম

প্রকাশিত হয়েছে: ২১ ডিসেম্বর, ২০২৫ ০৩:১৪ পূর্বাহ্ণ
বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিল, সম্পাদক জসিম
বরিশাল অফিস

পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের নির্বাচনে দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. জলিলুর রহমান সভাপতি এবং মানবকণ্ঠের মো. জসিম উদ্দীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে মো. জলিলুর রহমান ১৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইটিভির অহিদুজ্জামান ডিউক ১৬ ভোট পেয়ে দ্বিতীয় এবং দৈনিক জনকণ্ঠের কামরুজ্জামান বাচ্চু ১১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. জসিম উদ্দীন।

এছাড়া ৩৬ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রথম আলোর এবিএম মিজানুর রহমান। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু। প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরনবী এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. ইয়াকুব আলী।

কমিটির অন্যান্যরা হলেন—যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী সেন্টু (খোলা কাগজ), কোষাধ্যক্ষ মো. ফারুক হোসেন (গণদাবী), দপ্তর সম্পাদক মো. পিয়াল হাসান (সময়ের আলো), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসা. কহিনুর বেগম (সাগরকুল), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম ছিদ্দিকী মাসুম (ইনকিলাব) এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উত্তম কুমার (বিজয় টিভি)।

নির্বাচিত চার নির্বাহী সদস্য হলেন—মো. খলিলুর রহমান (দৈনিক সাথী), জিতেন্দ্র নাথ রায় (সমকাল), অতুল চন্দ্র পাল (ভোরের কাগজ) ও আবু সুফিয়ান (সংগ্রাম)। নবনির্বাচিত এই কমিটি আগামী ২ বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।