Daily Amar Desh Daily Amar Desh | আইন-আদালত

হাদি হত্যাচেষ্টার মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত

প্রকাশিত হয়েছে: ২১ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৩ পূর্বাহ্ণ
হাদি হত্যাচেষ্টার মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত
স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবের অগ্রসেনানি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর যে হত্যাচেষ্টার মামলাটি হয়েছিল, তার মৃত্যুর পর তা হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে।

ঢাকার পল্টন থানায় করা সেই মামলাটি হত্যা মামলায় রূপান্তর করতে শনিবার আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালত মামলাটি হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশনা দেন। মামলাটি তদন্ত করছেন ডিবির মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহম্মেদ।

ওসমান হাদিকে হত্যাচেষ্টার অভিযোগে গত ১৪ ডিসেম্বর রাতে মামলাটি করেছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এজাহারে ফয়সাল করিম মাসুদসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। পরে থানা পুলিশ মামলাটি তদন্তের জন্য পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, ওসমান হাদির মামলায় এই পর্যন্ত পুলিশ ও র‍্যাব মিলে মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে।