Prothom Alo Prothom Alo | ঢালিউড

বদলানোর পেছনের মন্ত্র জানতে ভক্তের প্রশ্ন, উত্তরে যা বললেন শাকিব

প্রকাশিত হয়েছে: ২০ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ
বদলানোর পেছনের মন্ত্র জানতে ভক্তের প্রশ্ন, উত্তরে যা বললেন শাকিব
‘তুফান’ থেকে ‘বরবাদ’ হয়ে ‘তাণ্ডব’। শাকিব খান যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। প্রতিটি ছবিতে তাঁকে পাওয়া গেছে ভিন্ন মেজাজে। চরিত্র নির্বাচন থেকে প্রস্তুতি এবং পর্দার উপস্থিতি প্রশংসা কুড়িয়েছে। কীভাবে বারবার নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন—এ প্রশ্ন ভক্তদের মধ্যে বহুদিনের। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া একটি ছবির মন্তব্য ঘরে এমনই এক প্রশ্নের মুখোমুখি হন তিনি। আর সেখানে ভক্তকে দেওয়া তাঁর উত্তর মুহূর্তেই ভাইরাল।

পোস্টের মন্তব্যে শাকিব খানকে ম্যানশন করে ওই ভক্ত লেখেন, ‘ভাই কেমনে সম্ভব? একটা মানুষ এত তাড়াতাড়ি কীভাবে নিজেকে চেঞ্জ করে ফেলে?’ভক্তের কৌতূহলী প্রশ্নের জবাবে শাকিব খান লিখেছেন, সময়ের সঠিক ব্যবহার, অভিজ্ঞতা আর শেখার প্রবল আগ্রহ তাঁর বদলানোর পেছনের মন্ত্র।উত্তরে শাকিব লেখেন, ‘সময়, অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগিয়ে যেতে থেমে যায়, তারা পিছিয়ে পড়ে। আমি চেষ্টা করি, বদলাই, আর বিশ্বাস করি—প্রতিটি দিন নিজেকে আরও ভালো করার একটি সুযোগ।’

আরও পড়ুনচমকে দেওয়া লুকে শাকিব খান, দেখুন ১২টি ছবি০১ ডিসেম্বর ২০২৫

সবশেষ ভক্তের উদ্দেশে শাকিব বলেন বলেন, ‘চেষ্টা করো, তুমিও পারবে।’সম্প্রতি শাকিব খান শেষ করেছেন ‘সোলজার’ শিরোনামের সিনেমার শুটিং। এখন তিনি প্রস্তুতি নিচ্ছেন পরবর্তী সিনেমার। শিগগিরই তিনি ‘প্রিন্স’ ছবির শুটিং শুরু করবেন।