Daily Ittefaq Daily Ittefaq | সারাদেশ

জামালপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় রুপিসহ যুবক আটক

প্রকাশিত হয়েছে: ২০ ডিসেম্বর, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ
জামালপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় রুপিসহ যুবক আটক
জামালপুরের বকশীগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী এলাকার কামালপুরের সাতানিপাড়ায় ভারতীয় রুপিসহ আসাদ নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন। এর আগে এদিন বিকেলে সাতানিপাড়ায থেকে তাকে আটক করা হয়।

আটক আসাদের বকশীগঞ্জ উপজেলার বালুগাও গ্রামের আবু হাসেমের ছেলে।

বিজিবি জানায়, বকশীগঞ্জ উপজেলার সাতানিপাড়া এলাকায় ১০৮৬/৫ পিলার এলাকা থেকে সন্দেহভাজন আসাদকে আটক করে বিজিবির সাতানিপাড় বিওপি টহল দল। ওই সময় বিজিবি টহলদল আসাদের দেহ তল্লাশি করে ১৮ হাজার ভারতীয় রুপি ও বাংলাদেশি ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করে।

৩৫ বিজিবির কামালপুর বিওপির কোম্পানির কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান। আইনি প্রক্রিয়া শেষে আটক আসাদকে বকশীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।