মধ্যপ্রাচ্যে দেখা গেল রজবের চাঁদ, রমজানের দিন গণনা শুরু
প্রকাশিত হয়েছে: ২০ ডিসেম্বর, ২০২৫ ০৯:১৫ অপরাহ্ণ
আমার দেশ অনলাইন
মধ্যপ্রাচ্যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রজবের চাঁদ সফলভাবে দেখা যাওয়ায় রবিবার থেকে হিজরি ক্যালেন্ডারের সপ্তম মাস রজব শুরু হয়েছে। এর মাধ্যমে মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস রমজানের দিনগণনাও আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। খবর গালফ নিউজের।
রজব ইসলাম ধর্মের চারটি পবিত্র মাসের একটি। এই মাসটি মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি রমজানের আগে আত্মশুদ্ধি ও ইবাদতের প্রস্তুতির সময় হিসেবে বিবেচিত। রজবের পর শাবান মাস এবং তার পরেই আসে রমজান।
ধর্মীয় হিসাব অনুযায়ী, যদি রজব ও শাবান—উভয় মাসই ২৯ বা ৩০ দিন পূর্ণ করে, তাহলে প্রায় ৬০ থেকে ৬১ দিনের মধ্যে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য ইসলামী মাসের মতোই রমজানের সঠিক শুরু চূড়ান্তভাবে নির্ধারিত হবে সংশ্লিষ্ট দেশের অনুমোদিত ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণার মাধ্যমে।
যদি এমনটি হয় তাহলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতের রমজানের প্রথমদিন হবে ১৯ ফেব্রুয়ারি। কিন্তু যদি চাঁদ দেখা না যায় তাহলে পবিত্র এ মাস শুরুর দিন একদিন পিছিয়ে যাবে।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের নেতৃত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে। সে বৈঠকের পর বাংলাদেশে রজবের চাঁদ দেখা গিয়েছে কিনা তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
উল্লেখ্য, রজবের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিম বিশ্বে এখন রমজানের প্রস্তুতির সময় শুরু হলো।
মধ্যপ্রাচ্যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রজবের চাঁদ সফলভাবে দেখা যাওয়ায় রবিবার থেকে হিজরি ক্যালেন্ডারের সপ্তম মাস রজব শুরু হয়েছে। এর মাধ্যমে মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস রমজানের দিনগণনাও আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। খবর গালফ নিউজের।
রজব ইসলাম ধর্মের চারটি পবিত্র মাসের একটি। এই মাসটি মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি রমজানের আগে আত্মশুদ্ধি ও ইবাদতের প্রস্তুতির সময় হিসেবে বিবেচিত। রজবের পর শাবান মাস এবং তার পরেই আসে রমজান।
ধর্মীয় হিসাব অনুযায়ী, যদি রজব ও শাবান—উভয় মাসই ২৯ বা ৩০ দিন পূর্ণ করে, তাহলে প্রায় ৬০ থেকে ৬১ দিনের মধ্যে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য ইসলামী মাসের মতোই রমজানের সঠিক শুরু চূড়ান্তভাবে নির্ধারিত হবে সংশ্লিষ্ট দেশের অনুমোদিত ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণার মাধ্যমে।
যদি এমনটি হয় তাহলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতের রমজানের প্রথমদিন হবে ১৯ ফেব্রুয়ারি। কিন্তু যদি চাঁদ দেখা না যায় তাহলে পবিত্র এ মাস শুরুর দিন একদিন পিছিয়ে যাবে।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের নেতৃত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে। সে বৈঠকের পর বাংলাদেশে রজবের চাঁদ দেখা গিয়েছে কিনা তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
উল্লেখ্য, রজবের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিম বিশ্বে এখন রমজানের প্রস্তুতির সময় শুরু হলো।