Daily Amar Desh Daily Amar Desh | রাজধানী

হাদির জানাজা-দাফন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় ডিএমপির কৃতজ্ঞতা

প্রকাশিত হয়েছে: ২০ ডিসেম্বর, ২০২৫ ০৯:০৭ অপরাহ্ণ
হাদির জানাজা-দাফন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় ডিএমপির কৃতজ্ঞতা
স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা ও দাফন কার্যক্রম সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা ও দাফন কার্যক্রম শনিবার ধর্মীয় আচার ও আবেগঘন পরিবেশে যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়। স্মরণকালের অন্যতম বৃহত্তম এই জানাজায় বিপুল সংখ্যক লোকসমাগম হয়। শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজায় এত লোকের উপস্থিতি তার প্রতি সব স্তরের মানুষের আবেগ ও ভালোবাসার বহি:প্রকাশ। এই বিপুল লোকসমাগমকে কেন্দ্র করে ডিএমপি এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে। ফলে সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পুরো প্রক্রিয়াটি সুসম্পন্ন হয়।

এতে বলা হয়, এই প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্পেশাল সিকিউরিটি ফোর্স, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ আনসার বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতি ডিএমপি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যমসহ জানাজায় অংশগ্রহণকারী সর্বসাধারণ অভূতপূর্ব সহযোগিতা করার মাধ্যমে আমাদের কৃতার্থ করেছেন।

এই ঐতিহাসিক নামাজে জানাজা ও দাফন কার্যক্রম সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সবাইকে ডিএমপির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।