Daily Ittefaq Daily Ittefaq | সারাদেশ

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছেলের, হাসপাতালে ভর্তি মা-খালা

প্রকাশিত হয়েছে: ২০ ডিসেম্বর, ২০২৫ ০৮:৪০ অপরাহ্ণ
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছেলের, হাসপাতালে ভর্তি মা-খালা
মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা যাত্রী এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মা ও খালা। 

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার খাগদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মাহফুজ রহমান। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সোনাটিয়া এলাকার ফিরোজ শাহের ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন—নিহত মাহফুজের মা মাহমুদা বেগম (৩৫) ও খালা নরুন্নাহার বেগম (৪৫)।

জানা গেছে, শনিবার বিকালে নতুন বাসস্ট্যান্ড থেকে একটি অটোরিকশাযোগে মা ও খালাকে নিয়ে মোস্তফাপুরের দিকে যাচ্ছিলেন মাহফুজ। পথে খাগদী এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় কিশোর মাহফুজ। এ সময় আহত হন তার মা ও খালা। পরে আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।