Daily Amar Desh Daily Amar Desh | ফিচার

শাবিপ্রবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধি

প্রকাশিত হয়েছে: ২০ ডিসেম্বর, ২০২৫ ০৮:৩০ অপরাহ্ণ
শাবিপ্রবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধি
প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় ৫ দিন বাড়ানো হয়েছে। ডিসেম্বরের ২৫ তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।



শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. আহমেদ কবীর চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতি, শিক্ষার্থী ও অবিভাবকের অনুরোধের প্রেক্ষিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তির আবেদনের সময় বাড়িয়ে ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত করা হয়েছে।



উল্লেখ্য আজ রাত ১২টায় ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময় ছিল।