Daily Amar Desh Daily Amar Desh | সারা দেশ

হাদি হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ ও গায়েবানা জানাজা

প্রকাশিত হয়েছে: ২০ ডিসেম্বর, ২০২৫ ০৮:১৪ অপরাহ্ণ
হাদি হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ ও গায়েবানা জানাজা
জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর শহরের সাদ্দাম বাজার মোড় থেকে প্রতীকী কফিন সহ একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড়ে সমাবেশ শেষে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম,শহর শিবিরের সভাপতি হাফেজ মা. আবু ইউসুফ, গণ-অধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক তৌকিক আহমেদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মুস্তাফিজুর রহমান প্রমুখ।

শেষে জানাজা ইমামতি করেন কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমির হামজা।

‘কুষ্টিয়ার সর্বস্তরের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী ছাত্র-জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের হাজারো সাধারণ মানুষ অংশ নেন।