Daily Ittefaq Daily Ittefaq | খেলা

হাদিকে নিয়ে তাওহিদ হৃদয়—বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না

প্রকাশিত হয়েছে: ২০ ডিসেম্বর, ২০২৫ ০৭:১৩ অপরাহ্ণ
হাদিকে নিয়ে তাওহিদ হৃদয়—বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরিফ ওসমান বিন হাদিকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে দাফন করা হয়।

এর আগে জাতীয় সংসদ ভবন এলাকায় হাদির জানাজায় লাখো মানুষ উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার হওয়া হাদির জন্য কান্না করতে থাকেন অনেকে। 

jwARI.fetch( $( "#ari-image-jw6946a12b89a0b" ) );

হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তাওহিদ হৃদয়। তিনি লেখেন, ‘যে সংসদ প্রাঙ্গণে যাওয়ার জন্য লড়াই করছিলেন হাদি ভাই, তিনি গেলেনও সেখানে। বীরের বেশে, হাজার মানুষের সাথে, কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে।’

হৃদয় আরও লেখেন, ‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না। আল্লাহ পাক তাকে সৌভাগ্যবান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। চিরনিদ্রায় শান্তিতে শায়িত থাকুক আমাদের হাদি ভাই।’