Daily Amar Desh Daily Amar Desh | কর্পোরেট

ন্যাশনাল লাইফের আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন

প্রকাশিত হয়েছে: ২০ ডিসেম্বর, ২০২৫ ০৪:২৩ অপরাহ্ণ
ন্যাশনাল লাইফের আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন
আমার দেশ অনলাইন

দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ১৫তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন করেছে।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৭ ডিসেম্বর আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ন্যাশনাল লাইফকে এ পুরস্কার প্রদান করা হয়। লাইফ ইনস্যুরেন্স ক্যাটাগরিতে ন্যাশনাল লাইফ ১ম হয়ে গোল্ড পদক অর্জন করে।

ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ এর হাতে এই পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও ফিন্যান্সসিয়াল রির্পোটিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

২০২৪ সালের কর্পোরেট গভর্ন্যান্স, ট্রান্সপারেন্সি ও জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সকে দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ-আইসিএমএবি উক্ত অ্যাওয়ার্ড প্রদান করে। জীবন বীমা শিল্পে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স টানা ৪র্থ বারের মতো গৌরবময় এই অ্যাওয়ার্ড অর্জন করলো।