Daily Ittefaq Daily Ittefaq | সারাদেশ

নিজ জেলা ঝালকাঠিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ২০ ডিসেম্বর, ২০২৫ ০৪:১১ অপরাহ্ণ
নিজ জেলা ঝালকাঠিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নিজ জেলা ঝালকাঠিতে জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন মসজিদ থেকে আগত বিপুল সংখ্যক মুসল্লি এতে অংশ নেন। জানাজা শেষে মরহুম শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা হাদি হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গায়েবানা জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

নামাজ শেষে প্রয়াতের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইফতি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি পালন করা হবে।