Daily Amar Desh Daily Amar Desh | বিশ্ব

গাজায় ১৬ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে: জাতিসংঘ

প্রকাশিত হয়েছে: ২০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০২ অপরাহ্ণ
গাজায় ১৬ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে: জাতিসংঘ
আমার দেশ অনলাইন

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, যুদ্ধবিরতির পর গাজায় দুর্ভিক্ষ রোধ করা সম্ভব হলেও, মানবিক পরিস্থিতি এখনো অত্যন্ত সংকটজনক। গাজা উপত্যকার ৭৫ শতাংশের বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে এবং গুরুতর অপুষ্টি ঝুঁকিতে রয়েছে। খবর ডেইলি সাবাহর।

শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, দুর্ভিক্ষ রোধ হয়েছে। তারপরও গাজার ১৬ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা এবং গুরুতর অপুষ্টির ঝুঁকিতে রয়েছেন।

একটি টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গুতেরেসে বলেন, ‘সীমান্ত ক্রসিং ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম প্রবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া, লাল ফিতার দৌরাত্ম অপসারণ, গাজার অভ্যন্তরে নিরাপদ রুট, টেকসই তহবিল এবং দাতা সংস্থাগুলোর নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার প্রয়োজন।’

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘শান্তি পরিকল্পার দ্বিতীয় পর্যায়ে যাওয়া অপরিহার্য। আমি মনে করি না যে এটি এড়াতে আমাদের কোনো অজুহাত থাকা উচিত।’

পশ্চিম তীরের পরিস্থিতি সম্পর্কে গুতেরেস সতর্ক করে বলেন, ফিলিস্তিনিরা ইসরাইলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা, জমি দখল এবং বাড়িঘর ও সম্পদ ধ্বংসের মুখোমুখি হচ্ছে। ইসরাইলি বাহিনীর অভিযানের পর হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

আরএ