Daily Amar Desh Daily Amar Desh | সারা দেশ

শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৩ ডিগ্রি, শীতে বিপর্যস্ত জনজীবন

প্রকাশিত হয়েছে: ২০ ডিসেম্বর, ২০২৫ ০৪:১৮ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৩ ডিগ্রি, শীতে বিপর্যস্ত জনজীবন
উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কনকনে শীত অব্যাহত রয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৭টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে শুক্রবার ও বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি এবং বুধবার ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।



পাহাড়, হাওর ও চা-বাগান-বেষ্টিত শ্রীমঙ্গলে তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী ও ছিন্নমূল মানুষজন। ভোর ও সন্ধ্যার পর ঠান্ডার তীব্রতা আরও বেড়ে যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।



শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান জানান, শনিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যদিও সকালে সূর্যের দেখা মিলেছে, তবে শীতের তীব্রতা এখনো কমেনি।



এদিকে শীতের প্রভাবে মৌলভীবাজার সদর হাসপাতাল ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।



শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনীম বলেন, শিশু ও বৃদ্ধদের শীত থেকে সুরক্ষিত রাখতে সতর্ক থাকতে হবে। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তদের নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।