Daily Ittefaq Daily Ittefaq | খেলা

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, নেই গিল

প্রকাশিত হয়েছে: ২০ ডিসেম্বর, ২০২৫ ০৩:৩৮ অপরাহ্ণ
চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, নেই গিল
টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপের এই দলে জায়গা হয়নি দেশটির বাকি দুই ফরম্যাটের অধিনায়ক শুভমান গিলের।

টি-টোয়েন্টি বিশ্বকাপেও যথারীতি ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। তার সহ-অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। এছাড়া ১৫ জনের দলে জায়গা পেয়েছেন রিংকু সিং ও ইশান কিষাণ। 

বিশ্বকাপের জন্য ঘোষিত দলই নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে। ভারতের মাটিতে ২১ জানুয়ারি থেকে শুরু হবে সংক্ষিপ্ত সংস্করণের এই সিরিজ। এর আগে ১১ জানুয়ারি থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে।

বিস্তারিত আসছে...