Daily Amar Desh Daily Amar Desh | জাতীয়

হাদিকে গুলি করে হত্যাকারীরা কীভাবে পালালো, প্রশ্ন হাদির ভাইয়ের

প্রকাশিত হয়েছে: ২০ ডিসেম্বর, ২০২৫ ০৩:৩২ অপরাহ্ণ
হাদিকে গুলি করে হত্যাকারীরা কীভাবে পালালো, প্রশ্ন হাদির ভাইয়ের
স্টাফ রিপোর্টার

রাজধানীতে প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে গুলি করার পর তার হত্যাকারীরা কীভাবে পালিয়ে গেলো এই প্রশ্ন তুলেছেন শহীদ শরিফ ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক।



শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির নামাজে জানাজার আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।



আবু বকর সিদ্দিক বলেন, সাত থেকে আটদিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের ধরা সম্ভব হলো না কেন? ওসমান হাদির হত্যাকারীদের বিচার যেন দ্রুত নিশ্চিত করা হয় সেই দাবিও জানান তিনি।



তিনি বলেন, “আমার ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরিফ ওসমান হাদি, আজকে তার লাশ বহন করতে হচ্ছে।”