Daily Amar Desh Daily Amar Desh | জাতীয়

জানাজার আগে যে দাবি জানালেন হাদির বড় ভাই

প্রকাশিত হয়েছে: ২০ ডিসেম্বর, ২০২৫ ০৩:১২ অপরাহ্ণ
জানাজার আগে যে দাবি জানালেন হাদির বড় ভাই
আমার দেশ অনলাইন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজা পড়িয়েছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজার আগে তিনি জাতির কাছে একটি দাবি উত্থাপন করেছেন।

শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার আগে আবু বকর সিদ্দিক বক্তব্য রাখেন।

তিনি বলেন, ওসমান হাদির সন্তানের এখন ৮ মাস বয়স। সন্তান হওয়ার পর সে আমাকে বলে, ভাই আমার সন্তানের জন্য একটা নাম নির্বাচন করেন—যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে, যে নাম সাহসিকতার পরিচয় বহন করবে। ওর সন্তানের নাম দিয়েছেলাম ফিরনাস অর্থাৎ বিপ্লবী ও সাহসী।





আবু বকর সিদ্দিক বলেন, আজ ওর সন্তানের দিকে তাকানো যায় না। আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে। জ্ঞান হারিয়ে ফেলছে। আমাদের ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকে তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে।

তিনি আরো বলেন, ‘আজ আপনাদের কাছে আমার কোনো দাবি নেই। শুধু একটিই দাবি—৭ থেকে ৮ দিন হয়ে গেল, প্রকাশ্য দিবালোকে রাজধানী ঢাকায় খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর থেকে লজ্জার আমাদের কাছে আর কিছুই নেই। যদি বর্ডার ক্রস হয়ে যায়, ৫-৭ ঘণ্টা সময় তারা কেমন করে গেল—এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম।’