Daily Amar Desh Daily Amar Desh | জাতীয়

ঢাবির কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ ওসমান হাদির লাশ

প্রকাশিত হয়েছে: ২০ ডিসেম্বর, ২০২৫ ০৩:১৬ অপরাহ্ণ
ঢাবির কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ ওসমান হাদির লাশ
স্টাফ রিপোর্টার

দাফনের স্থান তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের পাশে পৌঁছেছে শহীদ ওসমান হাদির লাশ। শনিবার বেলা ৩টার দিকে তার লাশ বহনকারী অ্যাম্বুলেন্স সেখানে এসে পৌঁছায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে থাকা জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে।

এর আগে আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বিভিন্ন দল-মত ও শ্রেণি-পেশার লাখ লাখ মানুষ।

লাশবাহী অ্যাম্বুলেন্সে শরীফ বিন হাদির লাশের সাথে ডাকসু ভিপি সাদিক কায়েমসহ চারজন প্রবেশ করেন।

ইনকিলাব মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জাবেরসহ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও উপস্থিত রয়েছেন।