Daily Ittefaq
|
সারাদেশ
বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় ট্রাকচালকের মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে: ১৯ ডিসেম্বর, ২০২৫ ০৬:৩৯ অপরাহ্ণ
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর কাস্টমস পার্কিং শেডে রাখা একটি ট্রাকের ভেতর থেকে সনম তামাং (৩৪) নামে এক ভারতীয় ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকের ভেতর ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) তার মরদেহটি উদ্ধার করে বন্দর কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার রাতে বুড়িমারী স্থলবন্দরের শেডে গাড়ির কেবিনে তিনি ঘুমিয়েছিলেন বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার দেলওয়ার হোসেন বলেন, স্থলবন্দর শেডে ট্রাকের ভেতর থেকে এক ভারতীয় ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশের উপস্থিতিতে মরদেহটি পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, মরদেহটি ট্রাকের কেবিনে পাওয়া গেছে এবং ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে। এরপর আইন অনুসারে মরদেহটি হস্তান্তর করা হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) তার মরদেহটি উদ্ধার করে বন্দর কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার রাতে বুড়িমারী স্থলবন্দরের শেডে গাড়ির কেবিনে তিনি ঘুমিয়েছিলেন বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার দেলওয়ার হোসেন বলেন, স্থলবন্দর শেডে ট্রাকের ভেতর থেকে এক ভারতীয় ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশের উপস্থিতিতে মরদেহটি পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, মরদেহটি ট্রাকের কেবিনে পাওয়া গেছে এবং ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে। এরপর আইন অনুসারে মরদেহটি হস্তান্তর করা হবে।