Daily Ittefaq Daily Ittefaq | সারাদেশ

পাবনায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল দুজনের

প্রকাশিত হয়েছে: ১৯ ডিসেম্বর, ২০২৫ ০৭:১৯ অপরাহ্ণ
পাবনায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল দুজনের
ঈশ্বরদীতে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী–লালপুর আঞ্চলিক মহাসড়কের স্কুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার সাঁড়া ঝাঁউদিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. শাকিব হোসেন (২২) এবং একই উপজেলার পিয়ারপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম (৪৫)। তারা সম্পর্কে খালা-ভাগিনা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরদী অভিমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লালপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা শাকিব হোসেন ও শিরিনা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শাকিব হোসেন ও শিরিনা বেগম সম্পর্কে খালা ও ভাগিনা। তারা আরামবাড়িয়া এলাকা থেকে দাওয়াত খেয়ে ঈশ্বরদীতে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনা। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।