Daily Ittefaq Daily Ittefaq | বিশ্ব সংবাদ

মাচাদোকে পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের অভিযোগ দায়ের

প্রকাশিত হয়েছে: ১৯ ডিসেম্বর, ২০২৫ ০৮:১০ অপরাহ্ণ
মাচাদোকে পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের অভিযোগ দায়ের
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে শান্তি পুরস্কার প্রদানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে সুইডেনে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন।

অ্যাসাঞ্জ বলেছেন, এ বছর মাচাদোকে পুরস্কার প্রদান সুইডিশ আইনের অধীনে তহবিলের 'মোটামুটি অপব্যবহার' এবং 'যুদ্ধাপরাধের সহায়তা' হিসেবে বিবেচিত।

নোবেল কমিটির তথ্যমতে, গণতান্ত্রের প্রচার এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনের সংগ্রামের জন্য মাচাদোকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

অ্যাসাঞ্জ বলেন, মাচাডোর জয় ১৮৯৫ সালে নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেলের ইচ্ছাকে লঙ্ঘন করেছে। সেখানে বলা হয়েছিল, নোবেল পুরস্কারটি সেই ব্যক্তিকে দেওয়া উচিত, যিনি 'জাতিগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধের জন্য, স্থায়ী সেনাবাহিনীর বিলুপ্তি বা হ্রাসের জন্য এবং শান্তি প্রচারের জন্য সর্বাধিক বা সর্বোত্তম কাজ করেছেন।'

যুক্তরাষ্ট্র-ভেনিজুয়েলা বিবাদের ফলে লাতিন আমেরিকার জলসীমায় মার্কিন নৌ ও বিমান বাহিনীর বিশাল মোতায়েন দেখা গেছে। ক্যারিবিয়ান সাগর এবং প্রশান্ত মহাসাগরে মাদক বহনের অভিযোগ তুলে কয়েক ডজন ছোট নৌকায় বোমা হামলা চালানো হয়েছে। এর ফলে এখন পর্যন্ত প্রায় ১০০ জন নিহত হয়েছেন।

মাচাদোকে দেওয়ার জন্য পুরস্কারের ১ কোটি ১০ লক্ষ ক্রোনার (১.১৮ মিলিয়ন ডলার) অর্থ জব্দ করারও আহ্বান জানিয়েছেন অ্যাসাঞ্জ।

সুইডিশ পুলিশ এএফপিকে নিশ্চিত করেছে, তারা অভিযোগটি পেয়েছে। এটি সুইডিশ অর্থনৈতিক অপরাধ কর্তৃপক্ষের কাছেও জমা দেওয়া হয়েছে।

অ্যাসাঞ্জ নোবেল ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ৩০ জন কর্মকর্তার বিরুদ্ধে 'শান্তির হাতিয়ারকে যুদ্ধের হাতিয়ারে' রূপান্তরের অভিযোগ করেছেন।

এএফপি এ বিষয়ে মন্তব্যের জন্য নোবেল ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেছে, তবে তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি।