Daily Ittefaq
|
সারাদেশ
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে: ১৯ ডিসেম্বর, ২০২৫ ০৯:২৩ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ ২’ এর আওতায় জেলার বিভিন্ন থানা থেকে গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ১৫ জনকে গ্রেপ্তারের নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ ২’ এর আওতায় সমন্বিত অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা সদর মডেল থানায়— মো. আব্দুর নূর ভূইয়া (৩৪), মো. হুমায়ুন মুরাদ (৫৬), মো. ইমরান (৩৮), ফতুল্লা মডেল থানায়—আব্দুস সালাম, খন্দকার সেলিম (৪৮), মিজানুর রহমান মিজান (৬০), মো. তাহের আলী (৫৪), সিদ্ধিরগঞ্জ থানায়—মো. আমির হোসেন (৪৫), মো. মোক্তার হোসেন, বন্দর থানার আওতায়—মো. নাজমুল (২৫), মো. শাওন (২৮), রূপগঞ্জ থানায়—বাপ্পী সিকদার (২১), আড়াইহাজার থানায়—মো. শফিকুল ইসলাম, জাকারিয়া জাকির (৪৫), মো. তৈয়বুর রহমান (৩৭), মো. জালাল হোসেন (৩৭)।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃতদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ১৫ জনকে গ্রেপ্তারের নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ ২’ এর আওতায় সমন্বিত অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা সদর মডেল থানায়— মো. আব্দুর নূর ভূইয়া (৩৪), মো. হুমায়ুন মুরাদ (৫৬), মো. ইমরান (৩৮), ফতুল্লা মডেল থানায়—আব্দুস সালাম, খন্দকার সেলিম (৪৮), মিজানুর রহমান মিজান (৬০), মো. তাহের আলী (৫৪), সিদ্ধিরগঞ্জ থানায়—মো. আমির হোসেন (৪৫), মো. মোক্তার হোসেন, বন্দর থানার আওতায়—মো. নাজমুল (২৫), মো. শাওন (২৮), রূপগঞ্জ থানায়—বাপ্পী সিকদার (২১), আড়াইহাজার থানায়—মো. শফিকুল ইসলাম, জাকারিয়া জাকির (৪৫), মো. তৈয়বুর রহমান (৩৭), মো. জালাল হোসেন (৩৭)।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃতদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।