Prothom Alo Prothom Alo | bangladesh

খুলনায় ধান কাটা-মাড়াইয়ের ব্যস্ততা

প্রকাশিত হয়েছে: ২০ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ণ
খুলনায় ধান কাটা-মাড়াইয়ের ব্যস্ততা
খুলনার মাঠজুড়ে এখন ব্যস্ততার দৃশ্য। দিগন্তজোড়া আমনের জমিতে চলছে শেষ দফার কাটাকাটি আর মাড়াই। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বাম্পার ফলনে মুখে হাসি ফুটেছে কৃষকদের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মাঠে নেমে পড়ছেন তাঁরা—কেউ কাটছেন ধান, কেউবা মাড়াই যন্ত্রে ব্যস্ত। খুলনা অঞ্চলের আমন ধান কাটা ও মাড়াইয়ের এ ব্যস্ত সময়ের কিছু মুহূর্ত ধরা পড়েছে ছবির গল্পে।