Daily Ittefaq Daily Ittefaq | বিশ্ব সংবাদ

তাইওয়ানে মেট্রো স্টেশনের কাছে ছুরি হামলায় নিহত ৩, আহত ১১

প্রকাশিত হয়েছে: ২০ ডিসেম্বর, ২০২৫ ০১:৫৯ অপরাহ্ণ
তাইওয়ানে মেট্রো স্টেশনের কাছে ছুরি হামলায় নিহত ৩, আহত ১১
তাইওয়ানের রাজধানী তাইপেতে মেট্রো স্টেশনের কাছে একটি ব্যস্ততম শপিংমল এলাকায় ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন আরও ১১ জন। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও আছেন বলে নিশ্চিত করেছেন তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জং-তাই।

শুক্রবার (১৯ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়,  শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে ছুরি হাতে হামলার ঘটনা ঘটে। হামলা চালানোর পর পুলিশের ধাওয়ার মুখে একটি ভবন থেকে পড়ে অভিযুক্ত ব্যক্তি মারা যান বলেও জানান প্রধানমন্ত্রী। এই ঘটনার আগে তাইপের প্রধান ট্রেন স্টেশনে মোলোটভ ককটেল ছোড়ে ওই ব্যক্তি। এরপর একটি সাবওয়ে স্টেশনের দিকে দৌড়ে যাওয়ার পথে মানুষকে আক্রমণ করে।

এক ব্যক্তি হামলাকারীকে থামানোর চেষ্টা করলে তাকে ভোঁতা একটি বস্তু দিয়ে আঘাত করা হয়। ওই ব্যক্তি পরে হাসপাতালে মারা গেছেন বলে জানানো হয়েছে। এরপর সন্দেহভাজন ব্যক্তি একটি ভূগর্ভস্থ শপিং সেন্টারের মধ্য দিয়ে প্রায় ৮০০ মিটার দূরের ঝংশান স্টেশনে পালিয়ে যায়।

এরপর হামলাকারী কাছাকাছি একটি বইয়ের দোকান এবং ডিপার্টমেন্টাল স্টোরে প্রবেশ করে। কিন্তু পুলিশ তাকে ঘিরে ফেলার পর ভবন থেকে তিনি লাফিয়ে পড়েন। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। তাইওয়ানের প্রধানমন্ত্রী বলেন, কর্মকর্তারা সন্দেহভাজন ওই ব্যক্তির নাম চ্যাং ওয়েন বলে জানিয়েছেন। তিনি তাইওয়ানের নাগরিক। তবে কি কারণে তিনি এসব ঘটনা ঘটিয়েছেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। প্রসিকিউটররা বলছেন, সন্দেহভাজন ২৭ বছর বয়সি ওই ব্যক্তিকে সামরিক আইন ভঙ্গের অভিযোগে গত জুলাই মাস থেকে খোঁজা হচ্ছিল। তাইওয়ানে এই ধরণের হামলার ঘটনা বেশ বিরল। সেখানে সহিংস অপরাধের হার কম। শেষবারের মতো এ ধরণের ঘটনা ঘটেছিল ২০১৪ সালে অর্থাৎ এক দশকেরও বেশি সময় আগে।