Daily Amar Desh Daily Amar Desh | সাহিত্য সাময়িকী

সবাই এবার হাদি হবো

প্রকাশিত হয়েছে: ১৯ ডিসেম্বর, ২০২৫ ০৯:২২ অপরাহ্ণ
সবাই এবার হাদি হবো
সালেম সুলেরী

যতোই ব্যাকুল, কাঁদি—

ফিরবে না আর বীরের প্রতীক

শরীফ ওসমান হাদি।

বিজয় মাসের বলী,

স্বাধীনতা, স্বনির্ভরের সঙ্গে গলাগলি,

ফিরবে না সে গলা—

আবৃত্তি আর কবিতাতে বিদ্রোহী স্বর, বলা।



স্বৈরাচারের স্বাদ—

যাদের হাতে খল-ক্ষমতা হয়েছে বরবাদ।

জুলাই আন্দোলনে,

লড়েছে যে অগ্নিতরুণ— তরণে মন্দনে,

তাড়িয়ে ফ্যাসিবাদ

চেয়েছিল এনে দিতে নির্বাচনি স্বাদ,

জনগণের প্রাপ্তি—

ঘাতক এসে ঘটালো তার বিষণ্ন সমাপ্তি।



গুলির বুলেট মাথায়,

ঢাকা থেকে সিঙ্গাপুরে— দুঃখ-শোকের কাঁথায়

শোক জড়ালো বুকে,

ব্যাঘ্র হাদি শহীদ কেনো— প্রশ্ন মুখে মুখে।



কে মেটাবে দাগ,

ইনকিলাবে’র মঞ্চ ডাকে জাগরে মানুষ জাগ।

স্লোগান অভিনব—

ছাত্র-তরুণ প্রতিবাদী সবাই হাদি হবো।