Daily Amar Desh Daily Amar Desh | সারা দেশ

সরে দাঁড়ানোর পর আবারো নির্বাচনের ঘোষণা বিএনপি নেতা মাসুদের

প্রকাশিত হয়েছে: ১৯ ডিসেম্বর, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ
সরে দাঁড়ানোর পর আবারো নির্বাচনের ঘোষণা বিএনপি নেতা মাসুদের
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

‎‎নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন না করার ঘোষণা থেকে সরে এসে আবারো নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার নিজ বাড়ির সামনে এ ঘোষণা দেন তিনি।

এর আগে ১৬ ডিসেম্বর পারিবারিক সমস্যা ও পরিবেশ অনিরাপদ জানিয়ে তিনি নির্বাচন না করার ঘোষণা দেন।

এবার আবার নির্বাচন করার ঘোষণা দিয়ে তিনি জানান, আপনারা জানেন আমি ১৬ ডিসেম্বর নির্বাচন না করার ঘোষণা দিয়েছিলাম। আমার ঘোষণায় নেতাকর্মী, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ ও সারাদেশের জাতীয়তাবাদী দল আঘাতপ্রাপ্ত হন। আমি সবার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। দলের চেয়ে দেশ বড়। আমার আগে আমরা, ক্ষমতার আগে জনতা, সবার আগে দেশ।

যেই ভালোবাসা আপনারা দেখিয়েছেন আমি ঘোষণা দিচ্ছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জাতীয়তাবাদী দল যে সিদ্ধান্ত দেবেন তার সাথে আমি একমত পোষণ করবো।

তিনি বলেন, জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছি আমি নির্বাচন করবো ইনশাআল্লাহ। এখন থেকে আপনারাই আমার পরিবার, আপনারাই আমাকে দেখে রাখবেন। আপনারাই আমার নিরাপত্তা, আর কোন শঙ্কা আমি মনে করিনা। জীবন বাজি রেখে লড়বো।