Daily Amar Desh Daily Amar Desh | খেলা

দাপুটে জয়ে ভারতের সিরিজ জয়

প্রকাশিত হয়েছে: ২০ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৩ পূর্বাহ্ণ
দাপুটে জয়ে ভারতের সিরিজ জয়
স্পোর্টস ডেস্ক

সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচ জিততেই হতো দক্ষিণ আফ্রিকাকে। সেটা পারল না এইডেন মার্করামের দল। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৩০ রানের জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত।গতকাল টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩১ রান করে ভারত। অভিষেক শর্মা ৩৪, সঞ্জু স্যামসন ৩৭, তিলক ৭৩ ও হার্দিক ২৫ বলে করেন ঝোড়ো ৬৩ রান।। জবাবে পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৬৭ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। তবে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০১ রানের বেশি করতে পারেনি তারা। প্রেটিয়াদের হয়ে ৬৫ রান করেন ডি কক, ৩১ করেন ব্রেভিস।শেষ দিকে জুটি বাঁধেন করবিন বোশ এবং লুঙ্গি এনগিডি। ১৫ বলে ১৭ রান করে টিকে ছিলেন বশ। ৯ বলে ৭ রান করে অপরাজিত ছিলেন লুঙ্গি। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০১ রান তুলে থামে দক্ষিণ আফ্রিকা।  সংক্ষিপ্ত স্কোরভারত : ২০ ওভারে ২৩১/৫ (তিলক ৭৩, হার্দিক ৬৩, অভিষেক ৩৪; বোশ ২/৪৪)দক্ষিণ আফ্রিকা : ২০ ওভারে ২০১/৮ (ডি কক ৬৫, ব্রেভিস ৩১; ভারুণ ৪/৫৩)ফল: ভারত ৩০ রানে জয়ীসিরিজ : ভারত ৩-১ ব্যবধানে জয়ী