Daily Amar Desh Daily Amar Desh | সারা দেশ

মিয়ানমারে পাচারকালে জব্দ ৪৫০ বস্তা সিমেন্ট, ৮ পাচারকারী আটক

প্রকাশিত হয়েছে: ২০ ডিসেম্বর, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ
মিয়ানমারে পাচারকালে জব্দ ৪৫০ বস্তা সিমেন্ট, ৮ পাচারকারী আটক
স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে মিয়ানমারে পাচারকালে ৪৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে ৮ জন পাচারকারীকে।



শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।



তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ডের মাতারবাড়ি স্টেশন মহেশখালী উপজেলার ধলঘাটা সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা বোট, আলামত ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



সিয়াম-উল-হক বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।