Daily Amar Desh Daily Amar Desh | খেলা

৪ পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙল পিএসজি গোলকিপারের

প্রকাশিত হয়েছে: ২০ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ
৪ পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙল পিএসজি গোলকিপারের
স্পোর্টস ডেস্ক

ইন্টারকন্টিনেন্টাল কাপে পিএসজির জয়ের নায়ক গোলরক্ষক মাতভেই সাফোনভ। তবে শিরোপা জয়ের রাতেই দুঃসংবাদ পেতে হলো তাকে। পেনাল্টি শুটআউটে বীরোচিত পারফরম্যান্সের মাঝেই ভাঙল তার হাত। আপাতত সাফোনভের অবস্থা তিন থেকে চার সপ্তাহ পর পুনর্মূল্যায়ন করা হবে।ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর বিপক্ষে বুধবারের ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় সমতায়। এরপর টাইব্রেকারে একের পর এক ৪টি শট ঠেকিয়ে পিএসজিকে ২–১ ব্যবধানে জেতান সাফোনভ। এর মধ্য দিয়েই ক্লাব ইতিহাসে প্রথম কোনো বৈশ্বিক শিরোপা জেতে ফরাসি জায়ান্টরা।জয়ের পর পিএসজি কোচ লুইস এনরিকে শুক্রবার জানান, ধারণা করা হচ্ছে শুটআউট চলাকালীনই সাফোনভের হাত ভেঙে যায়, “আমি সত্যিই ব্যাখ্যা করতে পারছি না। অবিশ্বাস্য ব্যাপার। খেলোয়াড় নিজেও জানে না কীভাবে এটা হলো। আমাদের মনে হয় তৃতীয় পেনাল্টি বাঁচানোর সময় সে একটু অস্বাভাবিক মুভমেন্ট করেছিল, তখনই ফ্র্যাকচার হয়েছে।”“অবাক করার বিষয় হলো- ভাঙা হাত নিয়েই সে শেষ দুটি শট ঠেকিয়েছে। তখন অ্যাড্রেনালিন এত কাজ করছিল যে, সে কোনো ব্যথাই অনুভব করেনি। দলের জন্য যেকোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকার যে মানসিকতা, সেটাই আমরা চাই। সাফোনভসহ পুরো দল সেই মনোভাবটাই দেখিয়েছে।” - আরও যোগ করেন তিনি।