Daily Amar Desh Daily Amar Desh | জাতীয়

হাদির দাফন ঘিরে কবি নজরুলের সমাধিস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

প্রকাশিত হয়েছে: ২০ ডিসেম্বর, ২০২৫ ০১:৪৯ অপরাহ্ণ
হাদির দাফন ঘিরে কবি নজরুলের সমাধিস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
স্টাফ রিপোর্টার

পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাসজিদের পাশে দাফন করার সিদ্ধান্ত হয়েছে। এ কারণে শনিবার সকাল থেকেই জাতীয় কবি নজরুল ইসলামের সমাধিস্থলে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবি নজরুল ইসলামের সমাধিস্থলে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা যায়।





শাহবাগ থেকে টিএসসি অভিমুখে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাসজিদের আশপাশের এলাকায় পুলিশ, আনসার, র‍্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নিয়েছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমও অবস্থান নিয়েছে।

সমাধিস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমতিপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা, ডাকসুর সদস্যরা এবং সরকার অনুমোদিত ব্যক্তি ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।